Life Insurance Corporation of India (LIC) প্রতিবছর দেশের আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করার জন্য LIC Golden Jubilee Scholarship Scheme চালু করে। 2025-26 সেশনের জন্য এই বৃত্তির আবেদন শুরু হয়েছে এবং শেষ তারিখ 22 সেপ্টেম্বর 2025। নির্বাচিত ছাত্রছাত্রীরা বছরে সর্বোচ্চ ₹40,000 পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
এই আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব—কীভাবে আবেদন করবেন, কারা যোগ্য, কী পরিমাণ বৃত্তি পাওয়া যাবে এবং কোন কোন নথি প্রয়োজন হবে।
LIC Golden Jubilee Scholarship 2025-26 কী?
LIC Golden Jubilee Scholarship হল LIC of India-এর একটি CSR (Corporate Social Responsibility) উদ্যোগ। এর মূল লক্ষ্য হলো সমাজের আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া।
যেসব ছাত্রছাত্রী Class 10 অথবা Class 12 পরীক্ষায় ভালো ফল করেছে কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা চালিয়ে যেতে সমস্যায় পড়ছে, তাদেরকে এই বৃত্তি দেওয়া হয়।
যোগ্যতা (Eligibility Criteria)
সাধারণ স্কলারশিপ (General Scholarship)
- আবেদনকারীকে Class 10 অথবা 12 (2022–25 সেশনে) অন্তত 60% নম্বর পেতে হবে।
- গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, ভোকেশনাল, ইন্টিগ্রেটেড কোর্স বা ITI-এর প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ₹4,50,000-এর বেশি হওয়া চলবে না।
মেয়েদের জন্য বিশেষ স্কলারশিপ (Special Scholarship for Girl Child)
- আবেদনকারীকে Class 10 (2022–25)-এ অন্তত 60% নম্বর পেতে হবে।
- 10+2, ডিপ্লোমা, ভোকেশনাল বা ITI (দুই বছরের কোর্স)-এ ভর্তি হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ₹4,50,000-এর বেশি হওয়া চলবে না।
🔹 বিশেষ নিয়ম: যদি পরিবারে কেবলমাত্র একজন মহিলা (বিধবা, অবিবাহিতা বা সিঙ্গেল মাদার) উপার্জনকারী হন, তবে আয়সীমা ₹4,00,000 পর্যন্ত শিথিল করা হয়েছে।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
General Scholarship
কোর্স | বৃত্তির পরিমাণ (প্রতি বছর) |
---|---|
MBBS, BAMS, BHMS, BDS | ₹40,000 |
BE, BTech, BArch | ₹30,000 |
Graduation, Integrated, Vocational, Diploma | ₹20,000 |
Special Scholarship for Girl Child
কোর্স | বৃত্তির পরিমাণ (প্রতি বছর) |
---|---|
Class 12, Vocational, Diploma | ₹15,000 |
প্রয়োজনীয় নথি (Required Documents)
আবেদনের সময় নিচের ডকুমেন্ট জমা দিতে হবে:
- সর্বশেষ পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট
- আয় সার্টিফিকেট
- জাতি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস
- পরিচয়পত্র (Aadhaar/Voter ID)
আবেদন প্রক্রিয়া (How to Apply Online)
- Buddy4Study/LIC অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- Apply Now বাটনে ক্লিক করুন।
- নতুন হলে Register করে প্রোফাইল তৈরি করুন অথবা আগের একাউন্ট দিয়ে লগ-ইন করুন।
- Application form পূরণ করুন ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- শর্তাবলী মেনে সাবমিট করুন।
- সফলভাবে আবেদন করলে আপনার ইমেইলে একটি Acknowledgement Mail আসবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
- নির্বাচিত প্রার্থীরা Merit + Financial Background এর উপর ভিত্তি করে বাছাই হবে।
- মেয়েদের জন্য আলাদা কোটা থাকবে।
- ফাইনাল সিলেকশন LIC Divisional Office দ্বারা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
- Application Start: ইতিমধ্যেই শুরু হয়েছে
- Last Date: 22nd September 2025
শর্তাবলী (Terms & Conditions)
- অন্য বেসরকারি সংস্থা থেকে বৃত্তি পেলে আবেদন করা যাবে না।
- Correspondence বা Distance কোর্সের জন্য প্রযোজ্য নয়।
- Self-study courses যেমন CA/CS/ICWA এর জন্যও এই স্কলারশিপ দেওয়া হবে না।
- স্কলারশিপ চালিয়ে যেতে হলে—
- মেডিকেল/ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে প্রতি বছর কমপক্ষে 55% নম্বর পেতে হবে।
- গ্র্যাজুয়েশন/UG স্ট্রিমে প্রতি বছর কমপক্ষে 50% নম্বর পেতে হবে।
- ভুল তথ্য বা জাল নথি দিলে বৃত্তি বাতিল হয়ে যাবে।
যোগাযোগ (Contact Details)
Life Insurance Corporation of India – Corporate Office
Yogakshema Building, Jeevan Bima Marg,
P.O. Box No – 19953, Mumbai – 400 021

Our team has been engaged in professional content writing for the past 5 years. With extensive experience in creating high-quality, SEO-friendly, and reader-focused articles, we specialize in delivering accurate information on government schemes, education, jobs, technology, and news updates. Our goal is to provide clear, reliable, and engaging content that adds real value to readers while maintaining the highest editorial standards.