পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীর জন্য সুখবর। বিশেষ করে যারা জেনারেল ক্যাটাগরির ছাত্র-ছাত্রী তাদের জন্য বিরাট সুখবর। যারা এতদিন সাধারণ (General) ক্যাটাগরির আওতাভুক্ত হয়ে সরকারি চাকরি কিংবা উচ্চশিক্ষায় কোনও সংরক্ষণ সুবিধা পাননি, তাঁদের জন্য এখন এসেছে নতুন সুযোগ। এবার অন্যান্য ক্যাটাগরির তুলনায় জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা যারা EWS সার্টিফিকেট বানাবেন তারা সর্বাপেক্ষা বেশি সুযোগ-সবিধা পাবেন। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হওয়া EWS (Economically Weaker Section) Reservation ব্যবস্থার মাধ্যমে সাধারণ ক্যাটাগরির অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা পাবেন ১০% সংরক্ষণ। যারা জেনারেল ক্যাটাগরির দ্বারা সকলেই এই সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন।

EWS Certificate 2025
EWS Certificate 2025

পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে জানানো হয়েছে— খুব দ্রুত এবং সহজ প্রক্রিয়ায় এখন থেকে অনলাইন কিংবা অফলাইন উভয় মাধ্যমেই EWS Certificate পাওয়া যাবে। আর এখানে বিশেষ কোন ঝামেলা নেই খুব সহজেই হাতে পেয়ে যাবেন খুব দ্রুত EWS সার্টিফিকেট। এই সার্টিফিকেট নিয়েই চাকরি ও শিক্ষায় পাওয়া যাবে বিশেষ সংরক্ষণের সুবিধা।

EWS সার্টিফিকেট কী?

EWS Certificate হলো একটি সরকারি নথি, যা প্রমাণ করে যে আবেদনকারী সাধারণ (General) ক্যাটাগরির হলেও অর্থনৈতিকভাবে দুর্বল। যাদের বছরের আর্থিক ইনকাম ২.৫ লক্ষ টাকার কম এবং যাদের পরিবারে কোন সরকারি চাকরি নেই তারা সকলেই এই সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন। এই সার্টিফিকেট থাকলে প্রার্থী চাকরি, কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১০% সংরক্ষণের সুবিধা পান।

সহজ ভাষায় বলতে গেলে—

  • General Category এবং অর্থনৈতিকভাবে দুর্বল হলেই পাবেন EWS সংরক্ষণ

কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী, যেসব প্রার্থী SC, ST, OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত নন, তাঁরা EWS Certificate–এর জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিছু শর্ত রয়েছে।

যোগ্যতার শর্ত বিস্তারিত শর্তাবলী
ক্যাটাগরি আবেদনকারী অবশ্যই General Category-র হতে হবে।
বার্ষিক আয় পরিবারের মোট বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।
জমি ও সম্পত্তি কৃষিজমি ৫ একরের কম, ফ্ল্যাট সর্বোচ্চ ১০০০ বর্গফুট, পৌর এলাকায় ১০০ গজের কম জমি থাকতে হবে।
সংরক্ষণ SC, ST, OBC নয়— শুধুমাত্র General Category প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কেন এই পদক্ষেপ জরুরি?

পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থী সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। অধিকাংশ ছাত্র-ছাত্রী জেনারেল ক্যাটাগরির এবং অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু তারা কোন সুযোগ-সুবিধা পাচ্ছিলেন না। এদের সরকারি চাকরি ও অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে এই পদক্ষেপ। ফলে চাকরি ও শিক্ষার প্রতিযোগিতায় তাঁরা পিছিয়ে পড়ছিলেন।

নতুন নির্দেশিকা কার্যকর হলে—

  • যোগ্য প্রার্থীরা দ্রুত সার্টিফিকেট পাবেন।
  • ভুয়ো আবেদন কমে যাবে।
  • চাকরি ও উচ্চশিক্ষায় ন্যায্য সুযোগ তৈরি হবে।

আবেদন পদ্ধতি

WB EWS Certificate–এর জন্য আবেদন করা যাবে অফলাইন ও অনলাইন দুইভাবেই। এবার আবেদন পদ্ধতি হলো আরো সহজ এবং খুব দ্রুতই আবেদন জানিয়ে এই সার্টিফিকেট হাতে পাবেন।

১) অফলাইন আবেদন

  • নিকটবর্তী ব্লক অফিস বা মহাকুমা দপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ব্লক অফিসে গিয়ে আবেদন জানাতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট যুক্ত করে আবেদন জমা দিতে হবে। সমস্ত তথ্য সঠিক ভাবে দিতে হবে।
  • অফিসাররা যাচাই করার পর নির্দিষ্ট সময়ে সার্টিফিকেট ইস্যু করবেন।
  • তবে এখানে আবেদন জানানোর পরে বিভিন্ন তথ্য ভালোভাবে যাচাই করা হবে।

২) অনলাইন আবেদন

  • পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। এখানে লগইন করার পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে।
  • এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে অনলাইনে আবেদনের ফর্মটি সম্পন্ন করতে হবে।
  • অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আগে থেকে রেডি রাখতে হবে।
  • এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য নিয়ে বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে।
  • আবেদন জমা দেওয়ার পর ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন স্ট্যাটাস ট্র্যাক করা যাবে।

কোন কোন ডকুমেন্ট লাগবে?

EWS Certificate পেতে গেলে কিছু প্রমাণপত্র জমা দিতে হয়।

প্রয়োজনীয় নথি বিস্তারিত
পরিচয়পত্র ভোটার কার্ড / আধার কার্ড / রেশন কার্ড
আয়ের প্রমাণপত্র পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট
সম্পত্তির প্রমাণপত্র জমি বা ফ্ল্যাট সংক্রান্ত কাগজপত্র (যদি থাকে)
ছবি আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
অভিভাবকের পরিচয়পত্র বাবা/মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড

কতদিনে মিলবে সার্টিফিকেট?

নতুন নির্দেশিকা অনুযায়ী, আবেদন জমা দেওয়ার পর দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। সব নথি ঠিক থাকলে অল্প কয়েকদিনের মধ্যেই আবেদনকারী হাতে পাবেন সার্টিফিকেট। এক্ষেত্রে ১৫ দিন থেকে ৩০ দিনের মধ্যেই সার্টিফিকেট হাতে পাওয়া যাবে।

চাকরি ও শিক্ষায় কী সুবিধা মিলবে?

EWS Certificate থাকলে—

  • কেন্দ্রীয় সরকারি চাকরিতে ১০% সংরক্ষণ
  • রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রেও বিশেষ সুবিধা।
  • উচ্চশিক্ষা ও কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তিতে সংরক্ষণ।
  • বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আলাদা কোটা।

পশ্চিমবঙ্গে কেন এই সার্টিফিকেট এত গুরুত্বপূর্ণ?

পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীর সংখ্যা বিপুল। প্রায় প্রতি বছর রাজ্য ও কেন্দ্রীয় চাকরিতে হাজার হাজার পদ ফাঁকা থাকে। কিন্তু General Category–র প্রার্থীরা এতদিন সংরক্ষণের সুবিধা পাননি। এছাড়াও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেট প্রার্থীদের সংখ্যা খুবই কম সেই তুলনায় শুন্য পদের সংখ্যা অনেক বেশি। তাই যাদের কাছে এই সার্টিফিকেট থাকবে তারা সরকারি চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা খুব দ্রুত পেয়ে যাবেন।

এখন EWS Certificate থাকলে—

  • প্রতিযোগিতায় তাঁরা পিছিয়ে পড়বেন না।
  • সরকারি চাকরিতে বাড়বে নির্বাচিত হওয়ার সুযোগ।
  • পড়াশোনার খরচ কমে যাবে, কারণ সংরক্ষণ থাকায় ভর্তি সহজ হবে।
  • এছাড়া পড়াশোনা চলাকালীন বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ এর সুযোগ সুবিধা পাবেন।

নতুন নির্দেশিকায় কী পরিবর্তন হলো?

আগে EWS Certificate বানানোর প্রক্রিয়া ছিল সময়সাপেক্ষ এবং জটিল। অনেক নথি সংগ্রহ করতে হতো, যাচাই হতো ধীরগতিতে। তবে এবার রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন এই সার্টিফিকেটের জন্য আর ঝামেলা করা যাবে না এবং খুব দ্রুত এই সার্টিফিকেট দেওয়া হবে।

কিন্তু ২০২৫ সালের নতুন নির্দেশিকায় বলা হয়েছে—

  • দ্রুত নিষ্পত্তি হবে আবেদন।
  • অনলাইন ট্র্যাকিংয়ের সুবিধা থাকবে।
  • ভুয়ো আবেদন প্রতিরোধে কঠোর নজরদারি হবে।
  • যোগ্য প্রার্থী খুব দ্রুত সার্টিফিকেট পাবেন।

পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে General Category–র অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের জন্য আশীর্বাদস্বরূপ। এতদিন পর্যন্ত যারা সংরক্ষণ পেত না এখন তারাও পাবে সরকারি চাকরিতে ১০% সংরক্ষণ।

EWS Certificate থাকলে শুধু চাকরিতেই নয়, পড়াশোনাতেও মিলবে ১০% সংরক্ষণ। রাজ্যের লাখো পরিবার এই উদ্যোগ থেকে উপকৃত হবেন। এছাড়াও পড়াশোনা চলাকালীন বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। তাই যারা যোগ্য, তাঁদের এখনই EWS Certificate-এর জন্য আবেদন করা উচিত।